কালিগঞ্জে সাংবাদিক মিজানুর’র মৃ/ত্যু, দাফন সম্পন্ন
এস,এম গোলাম ফারুক,কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে সাংবাদিক মিজানুর রহমান সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৫ টার দিকে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আছরবাদ রামনগর সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে মাওলানা আব্দুল্লাহ আল মামুনের ইমামতিতে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ডেসটিনি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত আজকের সাতক্ষীরা পত্রিকায় কর্মরত ছিলেন।
এছাড়া তিনি কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউট ও রামনগর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও শিক্ষক পরিবারের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।