কালিগঞ্জ

আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে কালিগঞ্জে শীতবস্ত্র বিতরণ

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: ‘আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪ টায় সেকেন্দারনগর চৌমোহনী রংধনু কমিউনিটি সেন্টারে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বডশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, সাতক্ষীরা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান, কালিগঞ্জ আলোর পথিক যুব ফাউন্ডেশনের আহবায়ক নুর আলম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *