জীবনযাপনসদর

সাতক্ষীরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি

নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে সদরের বাকাল মার্কাস মসজিদের বিপরিতে ওএমএস এর চাল আটার ডিলারের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

অভিযোগকারি দোকানদার মৃত শেখ আলাউদ্দিনের ছেলে শেখ মমতাজ উদ্দিন বলেন গতকাল শনিবার রাত দেড়টায় আমি দোকান বন্ধ করে মাছের ঘেরে যাই সেখান থেকে প্রায় ২ ঘন্টা পর দোকানে এসে দেখি দোকানের গ্রীল কেটে কে বা কারা দোকান হতে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং আমার দোকানে রাখা ফাইলে বোনের একটি অরিজিনাল জমির দলিল ও কয়েক কার্টুন সিগারেট চুরি করে নিয়ে যায় এবং সমস্থ্য মালামাল তছনছ করেছে। আপনি কাউকে সন্দেহ করেন কিনা প্রশ্নে তিনি বলেন আমার সাথে দন্দ আছে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদের শাশুড়ি তাহেরার সাথে জমি নিয়ে ল্যান্ড সার্ভে এবং সহকারি জজ আদালত সদর কোর্টে একটি মামলা চলমান রয়েছে। আমার মনে হয় মারুফ আমার এই চরম ক্ষতি করতে পারে বলে মনে করি।

এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *