অনলাইনশিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা পিএন (প্রাণনাথ) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র রায় প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। এ মেলা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *