ফরিদপুর একতা তরুন ব্লাড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফরিদপুর একতা তরুন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকালে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফরিদপুর একতা তরুন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আজিজুর রহমান, চৌমুহনী সিনিয়র ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সপ্যাল মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, ইউপি সদস্য জাহিদ হোসেন, সংগঠনের পরিচালক হাবিবুর রহমান, সহ সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুবনেতা আব্দুর রহিম, জামাল ফারুক, আব্দুল আজিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।