কালিগঞ্জের বাঁশতলায় প্রতারক বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার এলাকায় প্রতারক বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার ব্যবসায়ী ও ভুক্তভোগীরা।
শনিবার (১১ জানুয়ারী) বেলা ১১ টায় বাঁশতলা বাজারের সড়কের উপরে মানববন্ধনে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, ব্যবসায়ী হাফিজুর রহমান, ব্যবসায়ী আব্দুল হাকিম, রফিকুল ইসলাম সরদার প্রমুখ।
মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করে বক্তরা বলেন উপজেলার ফতেপুর গ্রামের পিতা স্বপন রায় এর ছেলে বিপ্লব রায় একজন প্রতারক, বিশ্বাসঘাতক ও পরসম্পদ লোভী। সে বিভিন্ন মানুষের নিকট থেকে বিভিন্ন প্রলোভনে লক্ষ লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় ভারতে। দীর্ঘদিন যাবত এই বিপ্লব রায় ও তার পিতা স্বপন রায় মানুষের পাওনা টাকা দেওয়ার কথা বলে তালবাহানা করে আসছিল। হঠাৎ বহুলালোচিত বিপ্লব রায় পালালেও স্বপন রায় পাওনাদারদের তাগাদা উপেক্ষা করে তার শেষ সম্বলটুকুও বিক্রি করে পালানোর চেষ্টা করছে। এক পর্যায়ে জানাগেছে, তার ভিটামাটি বিক্রয় করে পাওনাদার দের টাকা না দিয়ে চলে যাবে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাঁশতলা বাজারের ব্যবসায়ীসহ ঘের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন বিপ্লব রায় সুকৌশলে সরলমনা ব্যবসায়ীদের ভূল বুঝিয়ে সম্পুর্ণ প্রতারণার মাধ্যমে ১৫/২০ জনের নিকট থেকে প্রায় বিশ লক্ষাধিক টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে। তার আশ্রয়দাতা আরেক ধুর্ত স্বপন রায় যে কোনো সময়ে পাওনাদারদের পথে বসিয়ে বাড়ি থেকে পালাতে পারে। সেকারণেই প্রতিকার চেয়ে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবী করেণ।
প্রায় শতাধিক ও সাধারণ জনতা মানববন্ধনে অংশগ্রহন করেণ।