জীবনযাপনসদরসাহিত্য

কবি তামান্না জাবরিন এর ‘উনিশ বসন্তে প্রেম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার: কবি তামান্না জাবরিন রচিত “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থ প্রকাশ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে ১১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক উদীয়মান কবি তামান্না জাবরিন রচিত “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থ’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদীচী সাতক্ষীরা জেলা সংসদের বারবার নির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং উদীচী সাতক্ষীরা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থ’র উপর আলোচনা করেন সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক ও ভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী মঞ্জুরুল হক, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু, কবি শহিদুর রহমান, কবি স ম তুহিন, কবি পল্টু বাসার, জেলা সাহিত্য পরিষদের সেক্রেটারি কবি মনিরুজ্জামান, রুপান্তরের জেলা সমন্বয়ক মাসুদ রানা, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জি ।

কবি তামান্না জাবরিন রচিত কাব্য গ্রন্থ থেকে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, সৈয়দ একতেদার আলী, দিলরুবা রোজ, মন্ময় মনির, ইমরোজ।

অনুভুতি প্রকাশ করেন কবি তামান্না জাবরিন ও তার পিতা সাবেক অধ্যাপক এম এম রিয়াজ উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি গাজী শাহ জাহান সিরাজ, কবি পল্টু বাশার, কবি গুলশান আরা, কবি আবু সালেক, কবি মনিরুজ্জামান মুন্না, ফারুক হোসেন সোহাগ, সাংবাদিক ইব্রাহিম খলিল প্রমুখ। ঢাকার ঐক্যতান প্রকাশনা কর্তৃক প্রকাশিত এবং কবি তামান্না জাবরিন রচিত “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থে রয়েছে ৬০ টি প্রেমের কবিতা।

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত সম্মানিত কবি সাহিত্যিকরা “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থেও মোড়ক উন্মোচন করেন। এবং কবির জীবনী পাঠ করেন আবৃত্তিকার ইমরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *