অধ্যক্ষ আবু আহমেদ’র মায়ের মৃত্যু: বিভিন্ন মহলের শোক
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর মা’ দিলারা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শনিবার (১১ জানুয়ারী )সকাল সাড়ে ৮ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ নাতি-নাতিন, আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পরিববার সুত্রে জানা যায়, গতকাল বিকালে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকা অবস্থায় আজ সকালে তিনি ইন্তেকাল করেন।
আরো জানা যায়, শনিবার বাদ আছর পলাশপোল (রসুলপুর) গোরস্তান জামে মসজিদে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন হবে।
এদিকে অধ্যক্ষ আবু আহমেদ’র মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান ও সামাজিক যোগাযোড় মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।