সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজকে আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধণা
গাজী হাবিব: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সংবর্ধণা দেয়া হয়।
আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট জি,এম লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, আইন পেশা একটি মহান পেশা। যারা নিবেদিত প্রান তাদেরকেই এই পেশায় আসতে হবে।
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এ পেশায় পড়া-শুনার কোন বিকল্প নেই। আপনি যদি আইনটা ভালোভাবে না জানেন, তাহলে আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন না। আপনি বিচারকের দয়ার ভিতরে থাকবেন না। আপনি এমনভাবে বিষয়টি উপস্থাপন করবেন যেন বিচারক আপনার প্রতিকারটা দিতে বাধ্য থাকেন। প্রতিকারটা আপনাকে আইন দিয়ে ছিনিয়ে নিতে হবে।
বিদায়ী অতিথী বলেন, আমার কাছে মনে হয় জুনিয়র সিনিয়র না, যিনি আইনকে ভালোভাবে উপস্থাপন করতে পারছেন, যুক্তিসঙ্গতভাবে বলতে পারছেন প্রতিকারটা তারই প্রাপ্য।
জেলা ও দায়রা জজ জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আমি জুনিয়র আইনজীবীদেরকে উৎসাহ দিতে চাই। কারণ উনাদের ব্রেনটা এখনো কাঁচা আছে। উনারা এখন থেকে যদি চর্চা করেন ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে, যে সময় মানুষের কাজে লাগাতে পারবেন।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ কে এম শহিদুল্যাহ, এড. মো. শহিদউল্লাহ (২), এড. আব্দুল মজিদ, নব-নির্বাচিত সভাপতি এড. এম, শাহ আলম, পিপি আব্দুস সাত্তার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতি: জেলা ও দায়রা জজ সানাউল হক, চীফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান, অতি: জেলা ও দায়রা জজ আবু বকর সিদ্দীক, অতি: জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন, জজশীপ ইনচার্জ মো. তরিকুল ইসলাম, লিগ্যাল এইড অফিসার নাসির উদ্দীন ফরাজী, যুগ্ম জেলা জজ শহীদুল ইসলাম, যুগ্ম জেলা জজ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ প্রবীর কুমার দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল, মহিদুল ইসলাম, মো. সালাহ উদ্দীন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল ইসলামসহ আইনজীবী সমিতির সকল সদস্য-সদস্যা।
উল্লেখ্য, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী ২০২২ সালের এপ্রিল মাসে সাতক্ষীরায় যোগদান করেন। সম্প্রতি তিনি খুলনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বদলি হন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এড. মিজানুর রহমান পিন্টু। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরে পৃথক এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়।