খেলাধূলাসদর

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন

নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক ফুটবল স্ট্রাইকার হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন তরুণ ফুটবলারদের প্রতিভা খুঁজে বের করা ও তাদের উন্নত করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এই প্রতিযোগিতায় আগ্রহী স্ট্রাইকাররা তাদের দক্ষতা প্রদর্শন করা এবং তাদের সমসাময়িকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আত্মবিশ্বাসী হয়ে ওঠার একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। ইভেন্টটি শুধুমাত্র প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড়দের খুঁজে বের করতে সহায়তা করবে না বরং এ জেলায় ফুটবল প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ তরুণদের এই খেলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করবে।
পাশাপাশি যুব ও তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দুরে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এটি স্থানীয় প্রতিভা বৃদ্ধির জন্য একটি চমৎকার উদ্যোগ এবং সাতক্ষীরায় ফুটবল বিকাশে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি।

এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়া অনুরাগী, ক্রীড়া সংগঠক ও কোচসহ বিভিন্ন অংশগ্রহণকারীর উপস্থিতিতে উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *