শ্যামনগর

শ্যামনগরে প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ

মোঃ ইসমাইল হোসেন শ্যামনগর: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি, বাংলাদেশের দূর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠানো নির্মান প্রকল্পের অধীনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০টি পিছিয়ে পড়া পরিবারকে ১২দিন ব্যাপী টেইলরিং ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ প্রদান করেন।

গত ১০ডিসেম্বর ২০২৪সালে সকাল ১০টায় মুন্সিগঞ্জ সিসিডিবি প্রশিক্ষণ কক্ষে ১২দিন ব্যাপি প্রশিক্ষণের শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালাটি ০৯জানুয়ারী ২০২৫ সকাল ১০টায় সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম আহসান হাবিব। প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৫.৬ ও ৯নং ওয়ার্ডের ২০জন উপকারভোগী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন। এছাড়া প্রশিক্ষণে ব্যাবস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস.এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই প্রমুখ।

সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী, সিসিডিবি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০জন সদস্যের ১২দিন ব্যাপি প্রশিক্ষণ ফলপ্রসু হয়েছে। যারা প্রশিক্ষণ গ্রহন করেছেন এবং প্রশিক্ষণ শেষে যারা সিট কাপড় ও দর্জির সেলাই মেশিন পাচ্ছেন আপনারা দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো ডিজাইন করে পোশাক বাজারজাত করবেন। আমার বিশ্বাস আপনারা একদিন উদ্বোক্তা হয়ে সুনাম অর্জন করবেন। এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য আমি সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ১২জন উপকার ভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *