জেলা লিগ্যাল এইড’র পক্ষ থেকে সিনি. জেলা ও দায়রা জজকে বিদায়ী সংবর্ধণা
স্টাফ রিপোর্টার: জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজিকে বদলীজনিত বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়।
এসময় তিনি বলেন, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। জনগনের প্রত্যাশা পূরণ করতে পেরেছি কিনা জানিনা। বিচারপ্রার্থী মানুষ যদি বিচার পায় তাহলে আমার পদের সার্থকতা। আমার পদটাইতো ওই জন্যই, আমার চেয়ারটাইতো ওই জন্যেই বলে মন্তব্য করেছেন, সাতক্ষীরার সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
তিনি আরো বলেন, সাতক্ষীরার চেয়েও ভালো সার্ভিস যেন আমার পরবর্তী কর্মস্থলের বিচারপ্রার্থী জনগণকে দিতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। সব বিচারককে অসামান্য নৈতিকতার অধিকারী হতে হবে উল্লেখ করে জেলা ও দায়রা জজ আরও বলেন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব থেকে বিচারবিভাগকে মজবুত দেওয়াল দিয়ে রক্ষা করার দায়িত্ব বিচারকদের, আইনজীবীদের ও রাষ্ট্রের প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের। তিনি সমাজের দুর্বল অংশের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য বলেও উল্লেখ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি সম্পর্কে দেওয়া বক্তব্যে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম আশিকুর রহমান বলেন, পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন দক্ষ, চৌকস ও ন্যায়পরায়ণ বিচারক। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে আমাদের অভিভাবকের অভিভাবকত্ব অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু বিদায়ী অতিথিকে আমরা পেয়েছি প্রকৃত অভিভাবক হিসাবে। তিনি আইনের চর্চা করেন, ব্যাপক পড়াশুনা করেন। যে কারণে কর্তৃপক্ষ উনার কাজের স্বীকৃতি হিসাবে বিভাগীয় জেলায় দায়িত্ব দিয়েছেন। তিনি বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুর রহমান, জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল (১), জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, এড মুহা: মুনিরউদ্দিন, এনজিও ব্যক্তিত্ব মো: মনিরুজ্জামান ও সাকিবুর রহমান বাবলা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আগে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী অতিথিকে সম্মাননা সূচক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।