জীবনযাপনসদর

সাতক্ষীরায় ১০০ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার মাদরা সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান। এর আগে সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিকের নাম মো: এনামুল আলী (২০)। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরুপনগর থানার হাকিমপুর গ্রামের মো: রিকাত আলীর ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে অবৈধভাবে সাতক্ষীরার মাদরা সীমান্ত দিয়ে ফেন্সিডিলের একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা কোম্পানী কমান্ডার সুবেদার মো: নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় নাগরিক এনামুল আলীকে ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *