জীবনযাপনসদর

সাতক্ষীরায় প্রায় সাড়ে ৪ কেজি ভারতীয় রুপার গহনা ও তৈজসপত্র আ/ট/ক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে ৪ কেজি ভারতীয় রুপার গহনা ও তৈজসপত্র আটক হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে ৩৩ বিজিবি এর বৈকারী বিওপি’র সদস্যরা সতর উপজেলার বলদঘাটা প্রাথমিক বিদ্যালয় নামক এলাকা থেকে ওই রুপার গহণা ও তৈজসপত্র আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ল্যাঃ নাঃ সোলাইমান শামীম এর সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা প্রাথমিক বিদ্যালয় নামক এলাকা থেকে বৈকারী বিওপির নায়েক মোঃ গোলাম রব্বানী এর নেতৃত্বে এ রুপার গহনা ও তৈজসপত্র আটক করা হয়। উদ্ধারকৃত রুপার গহনা ও তৈজসপত্রের ওজন ০৪ কেজি ৪৮৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৬৮ হাজার ৯৯৮ টাকা।

বিজিবি আরো জানায়, আটককৃত রুপার গহনা ও তৈজসপত্র জুয়েলারী সমিতি কর্তৃক যাচাই, মূল্য নির্ধারণ এবং সাতক্ষীরা সদর থানায় মামলা করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *