শ্যামনগর

শ্যামনগরে তারুণ্যের উৎসবে র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগর প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্য কে সামনে রেখে শ্যামনগরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে র‍্যালিটি পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, উপজেলা কর্মকর্তা কর্মচারীগণ।

উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৯ জানুয়ারির মধ্যে তরুণ উৎসব উপলক্ষে বিতর্ক অনুষ্ঠান,পরিষ্কার-পরিচ্ছন্নতা, কার্যক্রম করতে স্কুল কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান করেন। এই উপজেলাকে আমাদের সকলের সহযোগিতায় সুন্দর করে গড়ে তুলতে হবে। সকল তরুণদেরকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *