সাতক্ষীরায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কনকনে শীতে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
রবিবার দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৩০০ জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীত বস্ত্র বিতরন করেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানাসহ অন্যান্য বিজিবি সদস্য’রা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এ সময় জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে বিপর্যস্থ অসহায় মানুষগুলো। আর এজন্য সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।