বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসায় খতমে বুখারী জোড় মজলিস
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: প্রতি বছরের ন্যায় এবারও কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক খতমে ও বুখারী মাসিক ইসলাহি জোড় মজলিস অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫ ) আসরের নামাজের পর হইতে ইশার নামাজ পর্যন্ত বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
খতমে ও বুখারী মাসিক মজলিস ইসলাহি জোড় অনুষ্ঠানে বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে মুফতি আবু বক্কর সিদ্দিক ও মুফতি লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক ইসলাহি মজলিস জোড় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করেন মুফতী মাওঃ আল্লামা আব্দুস সাদিক ।এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামের উপরে গুরুত্বপূর্ন আলোচনা করেন মুফতি আমিনুর রহমান, মুফতি আতিকুর রহমান, মাওঃ আবু বক্কর সিদ্দিক, মুফতি মাওছুফ সিদ্দিকী,মুফতি হামিদুর রহমান ,মাওলানা আশরাফ আলী, মুহাদ্দিস মোস্তফা কামাল সহ আরো ওলামাগন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত শত শত অতিথি বৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আল্লামা আব্দুস সাদেক ।সমগ্র অনুষ্ঠান শেষে আগত আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় সকল উপস্থিত মুসল্লিদের মনোরম পরিবেশ রাতের খাওয়ার ব্যবস্থা করা হয়।