কালিগঞ্জ

কালিগঞ্জে কবি তীর্থ সাহিত্য পরিষদের কমিটি গঠন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি-২৫) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কবি সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে ও কবি হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কবি আলী সোহরাব, কবি আমিরুল ইসলাম, কবি শাহাদাৎ হোসেন সাজু, কবি সৈয়দ মোমেনুর রহমান, কবি জিএম পারভেজ, কবি আব্দুর রব ও শেখ আতিকুর রহমান প্রমুখ।

এসময়ে কবি তীর্থ সাহিত্যপরিষদ এর কালিগঞ্জ উপজেলার কমিটি গঠন করা হয়েছে। সুকুমার দাশ বাচ্চু সভাপতি, আলী সোহরাব সাধারণ সম্পাদক ও এম হাফিজুর রহমান শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ও অধ্যাপক গাজী আজিজুর রহমান কে প্রধান উপদেষ্টা সহ ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। অত্র কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *