কলারোয়া হঠাৎগঞ্জ হাইস্কুলের হীরক জয়ন্তী’র রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন
হাবিবুর রহমান সোহাগ: কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। আজ (৪ জানুয়ারি ) শনিবার দুপুর ২ টায় সাতক্ষীরা আটপুকুর মোড় প্রথম বুথ, কলারোয়া দ্বিতীয় বুথ, গোয়ালচাতল তৃতীয় বুথ, বালিয়াডাঙ্গা বাজারে চতুর্থ ও পঞ্চম বুথ,কেঁড়াগাছি বাজারে ষষ্ঠ বুথ,রেউই বাজার সপ্তম বুথ এর উদ্বোধন করেন উপদেষ্টা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত থেকে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব রেজিস্ট্রেশন বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ডাঃ মোঃ আবুল বাসার , প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ রাহাতুল্লাহ , ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান , ৫ নং কেড়াগাছি ইউনিয়ন বি এন পির সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান , বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র , মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইজাজউদ্দিন, প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক বিমল চন্দ্র ঘোষ, ও সদস্য সচিব প্রফেসর মোঃ আব্দুল আলীম