কলারোয়াখেলাধূলা

কলারোয়ায় TCC কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

‎এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

‎ শনিবার সকাল ১১ টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

এসময় উপস্থিত ছিলেন, সদ্য সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মিঞা ফাউন্ডেশনের প্রতিনিধি মিঞা ফারুক হোসেন স্বপন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্টের প্রতিনিধি খান মোঃ মহিতুল ইসলাম শাকিক,সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এম,এ,সাজেদ,আঃ আলিম রিগ্যান, মাসউদুল ইসলাম মাসুদ, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু,সোনালি ব্যাংক এ,জি,এম, শেখ সালাউদ্দিন চঞ্চল, প্রবাসী মোঃ মনিরুল ইসলাম মনি,সন্ধ্যা জুয়েলার্সের মালিক স্বপন কুমার রায়,তাজ সরিষার তেল কোম্পানির মালিক মোঃ আঃ আলিম,সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের পক্ষে মাহমুদুল ইসলাম বাবলু, ও মেহেদী হাসান বাপ্পি।

‎টসে জয়লাভ করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি ক্রিকেটার্স প্রতিপক্ষ মনিরামপুর ক্রিকেট একাডেমি কে ব্যাটিং আমন্ত্রণ জানান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহাদ ৮১ ও রেজাউল ১১ রান করে সংগ্রহ করে। যশোরের পক্ষে অধিনায়ক আসাদ ও শান্ত ৩ টি করে ও সাব্বির ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি তীব্র প্রতিদ্বনিতায় ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। ফলে ১ উইকেটে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি ক্রিকেটার্স। যশোরের পক্ষে সাব্বির ১০ বলে ৩৬ রান সংগ্রহ করে এবং ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। যশোরের পক্ষে সাইফুল্লাহ ৪৮,সাব্বির ৩৬ রান করে সংগ্রহ করে। মনিরামপুরের পক্ষে রমজান ৫ টি হদয় ২টি উইকেট লাভ করে।

‎আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও সাজেদুল করিম তপু, স্কোরার ছিলেন সিয়াম ও জাহাঙ্গীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক মোঃ আঃ ওহাব মামুন, ও জাহাঙ্গীর হোসেন। ১০ ই ডিসেম্বর শুক্রবার মুখোমুখি হবে বেনাপোল ক্রিকেট একাডেমি বনাম সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *