সাতক্ষীরায় জনতা ব্যাংকের বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জনতা ব্যাংক পিএলসি বাঁকাল শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান ব্যাংক কর্মকর্তাদের মিলনমেলায় পরিণত হয়।
জনতা ব্যাংক বাঁকাল শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানের তত্ত্বাবধানে ও সহকারী ব্যবস্থাপক আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো রুকনুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শেখ বে-নজীর আহম্মেদ, জনতা ব্যাংক এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিন্টু কুমার সরখেল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ মহিব্বুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ তপু রায়হান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল কান্তি মন্ডল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আফতাবুজ্জামান, জনতা ব্যাংক শ্যামনগর শাখার শেখ শামীম হোসেন, জনতা ব্যাংকের কর্পোরেট শাখার মোঃ শরিফুল জামান প্রমুখ।
অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে গান বাজনা ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই।