ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ
স্টাফ রিপোর্টার: ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী সাবেক চার ছাত্রনেতার স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় বল্ডফিল্ড মাঠে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে উক্ত ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় ১৯৭৯ সাল থেকে শুরু সাবেক ছাত্রদল ও বর্তমান ছাত্রদলের মধ্যে উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, শেখ হাবিল হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক রাব্বি হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক রাসেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালামুল্লাহসহ অন্যান্যরা।
প্রীতি ক্রিকেট খেলায় শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্রনেতার স্মরণে ১মিনিট নিরাবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। খেলাটি এসময় হাজার হাজার দর্শক উপভোগ করেন।