সাতক্ষীরায় ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনার শেয়ারিং সভা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনার শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উত্তরণ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ।
স্থানীয়ভাবে পরিচালিত টেকসই পানি ও ভূমি ব্যবস্থাপনা (ল্যান্ডওয়াটার) প্রকল্পের টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা সমবায় অফিসার কারিমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার শাহিনুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা লাবনী সরকার, উত্তরণের এড মনির উদ্দিন, সাবেক কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, সাংবাদিক মিজানুর রহমান, উত্তরণের নাজমিন নাহারসহ গদাই বিল ও যুগিপোতার ১৬ জন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার ফাওজুল করিম । এসময় জলবদ্ধতা নিরসন ও রাস্তা ঘাট সংস্কারের বাজেট প্রনায়ন এবং সমস্যা সমাধানের দাবি করেন স্থানীয়রা।
বক্তারা বলেন, গ্রামের চেয়েও সাতক্ষীরা পৌরসভার ও রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি ক্ষতিগ্রস্ত পৌরসভার ও সদরের মানুষ। সবাইকে মিলে কাজ করে সমাধান করতে হবে ।
এই কাজে নেদারল্যান্ড এন্টারপ্রাইজ এজেন্সি দ্বারা অর্থায়নে ল্যান্ডওয়াটার প্রকল্পের লক্ষ্য সম্প্রদায়-চালিত, টেকসই পানি এবং ভূমি ব্যবস্থাপনা অনুশীলনের মাধ্যমে প্রতিটি ল্যান্ডস্কেপের চ্যালেঞ্জ মোকাবেলা করাবে। প্রকল্পটি পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ল্যান্ডস্কেপ পুনরুদ্ধার করতে, জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে চায়।
প্রকল্পটি সক্রিয়ভাবে সমস্ত সম্প্রদায়ের সদস্যদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত করেছে, তাদের কণ্ঠস্বর প্রতিটি পর্যায়ে শোনা এবং মূল্যায়ন করা নিশ্চিত করবে।