পাইকগাছাশিক্ষাঙ্গন

পাইকগাছায় শহীদ গফুর প্রাই: স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

মো: খোরশেদ আলম, পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় ।

৩০ ডিসেম্বর ২০২৪ বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সেলিনা পারভীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবু শিবপদ সরদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহেরা নাজনীন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন সাহা,বিশেষ অতিথি ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর জনাব মো: ঈমান উদ্দীন,বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ঝংকার ঢালী ।

প্রধান অতিথি মাহেরা নাজনীন বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, চিন্তার দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতার উপযোগী হয়ে উঠতে হবে। এই সময় ক্রেস্ট পুরস্কার গ্ৰহণ করেন অমিতেশ মৃধা, মরিয়ম জাহান লাবিবা ও স্নেহা বাছাড়সহ অনেকে । ২০২৪ সালে সবচেয়ে কম নৈমিত্তিক ছুটি নেওয়ায় সহকারী শিক্ষক বাবু শিবপদ সরদারকে প্রধান শিক্ষকের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয় ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শিল্পী পারভিন, সাধনা সরকার, শিব পদ সরকার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, পিয়াংকা মিস্ত্রি, রেশমা খাতুন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *