কালিগঞ্জশিক্ষাঙ্গন

কালিগঞ্জে বডশিমলা কারবালার হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বেলা (৩১ ডিসেম্বর) ১১ টার দিকে বিদ্যালয়ের শেখ জহরুল হক অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুজা মন্ডল।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার পাশাপাশি তাদেরকে মানবতা ও নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন মা ই হলো আদর্শবান শিক্ষক। সুতরাং মায়ের শিক্ষা সত্যবাদীতা এবং আদর্শবান হতে হবে। তাহলে দেশে একজন আদর্শবান ও নৈতিকতা মূল্যবোধের নাগরিক পাবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান খান,ভাড়াশিমলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার আব্দুল কাদের, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আশিকুর রহমান দীপু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ একরামুল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার প্রমূখ।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *