বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক শেখ ইলিয়াছ হোসেনের জন্মদিন পালন
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি.এফ প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরার কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াছ হোসেন রুবেলের ৩৮ তম জন্মদিন উপলক্ষে ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় আনন্দ ঘন পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বি ডি এফ প্রেসক্লাবের সহ-সভাপতি সভাপতি জি. এম আমিনুল হক,সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ, ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক আরশাদ আলী, ব্রহ্মরাজপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল, ব্রহ্মরাজপুর বনিক সমিতির প্রচার সম্পাদক মামুন হোসেন, সাংবাদিক মেহেদী হাসান শিমুল, আসাদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, মোকাররম বিল্লাহ ইমন, আরিফুল ইসলাম শামছুর রহমান সোনা, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, সুজন, আসাদুল ইসলাম, এম এম জয়নাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম ও গন্যমান্য ব্যক্তিবর্গ।