পানিয়া প্রাইমারী স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: উৎসব মুখর পরিবেশে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ১৩ নং পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব গাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু হাসান এর সঞ্চালনায় ছাত্র ছাত্রীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউ, সাবেক এসএমসি সভাপতি তুহিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবীর, ইউপি সদস্য মাহফুজা, খাতুন শাকিলা আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, মাস্টার ওয়াহেদ আলী সানা প্রমুখ।
পরে ফলাফল ঘোষণা করা হয় এবং প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারীদের ও সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।