ডুমুরিয়াতালা

তালায় ভেজাল দুধ তৈরির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিক লাঞ্ছিত!

বিশেষ প্রতিনিধি তালা: তালার জেয়ালা ঘোষপড়া সহ পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর ঘোষপাড়ার অধিকাংশ গরু খামারী ও দুধ উৎপাদকরা দীর্ঘ বছর ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে।

নকল ও ভেজাল গরুর দুধ বাজারজাত হওয়ায় নানাভাবে তার বিরুপ প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসন এই অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অপরাধিদের জেল-জরিমানা করছেন। তারপরও থেমে নেই অসাধু চক্রের ভেজাল ও নকল দুধ তৈরি কার্যক্রম। ভেজাল ও নকল দুধ ব্যবসায়ীরা সবসময় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও ক্যাডারদের ছত্রছায়ায় থাকে।

সম্প্রতি ডুমুরিয়ার চন্ডিপুর গ্রামের সুবীর ঘোষ’র বিরুদ্ধে ভেজাল ও নকল দুধ তৈরি বিষয়ে পত্রিকায় বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভাড়াটিয়া দূর্বৃত্তরা সাংবাদিক শেখ আব্দুল মজিদ ও সাংবাদিক আরিফ বিল্লাহ’র উপর হামলা চালায়।

সেসময় এলাকার মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিক শেখ আব্দুল মজিদ ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আরিফ বিল্লাহ তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য।

সাংবাদিক আব্দুল মজিদ জানান, তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়া এবং সীমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের অধিকাংশ দুধ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে। এনিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং প্রশাসন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধিদের জেলা ও জরিমানা করেন। কিন্তু এরপরও থেমে নেই তাদের ভেজাল ও নকল দুধ তৈরি ব্যবসা। সম্প্রতি চন্ডিপুর গ্রামের গরুর ভেজাল ও নকল দুধ তৈরির মাষ্টারমাইন্ড সুবীর ঘোষ’র বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে ২৬ ডিসেম্বর রাতে তালার শেখেরহাট বাজারে পেয়ে সুবীর ঘোষের নেতৃত্বে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লুর খান’র ছেলে সন্ত্রাসী জাহিদুল ইসলাম সহ ৪/৫জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র উপর হামলা চালায়। এঘটনায় আহত দু’জন সাংবাদিকের পক্ষে আব্দুল মজিদ তালা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

এদিকে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তালা প্রেসক্লাব সহ কর্তব্যরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *