কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালন
কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রতিথযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬৩ তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জীবনী সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মাদউল্যাহ বাচ্চু,নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সেলিম শাহরিয়ার ও নাজমুল হোসেন।
সিনিয়র সদস্য শামসুর রহমান, গোলাম রব্বানী, সাংবাদিক শিমুল হোসেন শেখ আল নূর আহমেদ ইমন, হাবিবুল্লাহ বাহার, সাংবাদিক ,আতিকুর রহমান তাপস কুমার ঘোষ, মোঃ আলমগীর হোসেন, বুলবুল আহমেদ, ফজলুল হক প্রমূখ।