কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
এস এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু,উপজেলা জামায়াত ইসলামীর আমির আব্দুল ওহাব কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুল ইউ পি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ ইউপি চেয়ারম্যান গন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান, রোকেয়া মনসুর মহিলা কলেজের সৈয়দ মাহমুদুর রহমানসহ সীমান্ত বিজিবি কোম্পানি কমান্ডারগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ সালের আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা সহ নতুন বছরের আইন-শৃঙ্খার উন্নতিকল্পে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাত দশটার পর সকল চায়ের দোকান ও ক্যারামবোর্ড বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কোন বিশৃঙ্খলা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন কঠোর প্রস্তুতি নিয়েছে।