কালিগঞ্জ

কালিগঞ্জের সাংবাদিকদের সাথে ইউএনও’র মত বিনিময়

এস এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাড়ে তিন মাস হয়েছে তিনি কালিগঞ্জ উপজেলায় যোগদান করেছেন।ইতোমধ্যে যে সকল সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি কাজ করেছেন সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এবং উপজেলার সমস্যা ও সম্ভাবনাগুলো সাংবাদিকদের কাছে শোনেন।

মতবিনিময় সভায় তিনি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান এবং সকলকে মহান বিজয় দিবসের উপহার হিসেবে শুভেচ্ছা স্মারক মগ প্রদান করেন।

এ সময় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ,রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল , সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদুল্লাহ বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক, শেখ সেলিম শাহরিয়ার, শেখ নাজম ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ লুৎফর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য শেখ আল নূর আহমেদ ইমন, মিজানুর রহমান, হাবিবুল্লাহ বাহার, সাংবাদিক শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, মোঃ আলমগীর হোসেন, বুলবুল আহমেদ, ফজলুল হক, সাংবাদিক আরাফাত আলী,শেখ নুরুজ্জামান সহ কালিগঞ্জের বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *