কলারোয়ার বিএনপি নেতা অধ্যক্ষ রইছ উদ্দীনের সুস্থতা কামনা সাবেক এমপি’র
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার(২৫ ডিসেম্বর) সকালে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাৎক্ষনিকভাবে সাতক্ষীরায় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা বিএনপির অন্যতম নেতার অসুস্থতার বিষয়টি জানতে পেরে হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা- ১ সংসদীয় আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব।
তিনি হাসপাতালে যেয়ে চিকিৎসকদের সাথে কথা বলে অসুস্থ নেতার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে কলারোয়া উপজেলা বিএনপি ও যুবদলসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা- কর্মীদের কাছে চিকিৎসাধীন উপজলা বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীনের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।