সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিদেশী মদসহ আ/ট/ক- ৩ জন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ বিদেশী মদ আটক করেছে বিজিবি। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ আসামীসহ ০১ বোতল বিদেশী মদ, ০৩টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ সাইফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন পাকা রাস্তা হতে মোটরসাইকেলযোগে পালানোর
সাতক্ষীরা সদর থানার গোবিন্দকাঠি গ্রামের আঃ সাত্তার শেখের ছেলে মোঃ মেহেদী হাসান (৩২), ওয়ারিয়া গ্রামের মৃত বাবুলাল ঘোষের ছেলে আশিষ ঘোষ (৩০) ও খুলনার রূপসা উপজেলার কাজদিয়া- জাবুশা গ্রামের জিয়া মোল্লার ছেলে মোঃ ইদ্রিস হাসান রাজ (২০)কে ০১ বোতল বিদেশী মদ, ০৩ টি মোবাইল ও ০১টি মোটরসাইকেলসহ আটক করে।
বিজিবি আরো জানায়, আটককৃত বিদেশী মদ, মোবাইল সেট ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য (বিদেশী মদ ০১ বোতল -১৫০০/-, মোবাইল ফোন ০৩টি-৮০,০০০/- এবং মোটরসাইকেল ০১ টি-১,০০,০০০/- টাকা) = ১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ ধারা মোতাবেক সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ হস্তান্তর করা হয়েছে।
৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।