পাইকগাছায় শিক্ষক দম্পতির বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী’কে মারপিটের অভিযোগ
মোঃ খোরশেদ আলম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দক্ষিন বাইনবাড়ীর বসতবাড়িতে এ মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত নারী থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজল মন্ডলের স্ত্রী শিবানী মন্ডল (৪৩) এর সাথে দেবর স্কুল শিক্ষক কল্যাণ মন্ডল (৪৪) এর পরিবারের মধ্যে জায়গা জমির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলে আসছিল। শিবানীর অভিযোগের জের হিসেবে শিক্ষক কল্যাণ ও তার স্ত্রী অপু রায় তুচ্ছ বিষয়ে বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে বেদম মারপিট করে আহত করে।
পরে নিকটত্মীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় শিবানী মন্ডল বাদী হয়ে শিক্ষক দম্পতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং ১২৯৩, তাং ২৫-১২-২০৪।
এ অভিযোগের বিষয়ে স্কুল শিক্ষক কল্যাণ মন্ডল বলেন, ঘটনার সময় দু’ জন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে তারা মারপিটে জড়িয়ে পড়েন। এ সময় আমি এগিয়ে গিয়ে দু’জনকে ঠেকানোর চেষ্টা করেছি।
তিনি আরো বলেন পূর্ব শত্রুতা হিসেবে আমাকে জড়িয়ে এ অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ওসি সবজেল হোসেন জানান, এ ঘটনায় যেহেতু থানায় জিডি হয়েছে সেহেতু তদন্ত পুর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।