কালিগঞ্জস্বাস্থ্য

চলে গেলেন কালিগঞ্জের গরীবের ডাক্তার আলহাজ্ব আমির হোসেন

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের গরিবের ডাক্তার নামে খ্যাত আলহাজ্ব ডাক্তার আমির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাঁর নিজস্ব বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের মিনহাজকাটি গ্রামের মরহুম সিফাতউল্লাহ গাজীর ছেলে।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম ডাক্তার আমির হোসেনের জানাজা নামাজ ২৫ ডিসেম্বর বুধবার জোহরবাদ রতনপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব ডাক্তার আমির হোসেন ১৯৫৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ২য় ব্যাচের ছাত্র ছিলেন।

অত্র এলাকায় ডাক্তার হিসেবে তিনিই সর্বপ্রথম এমবিবিএস পাস করেন। কিন্তু গরিব দুঃখী মানুষের কথা ভেবে সরকারি চাকরি না করে মৃত্যুর এক বছর আগে পর্যন্ত সুনামের সাথে এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *