খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের নলতা শরীফে পীর এ কামেল অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, সূফী সাধক দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টা থেকে নলতা কদ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যাম্পে ৮শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শহিদুল আলম, ইউরােলজি বিশেষজ্ঞ ডাঃ ফকরুল ইসলাম, ডাঃ মােজাম্মেল হক, ডাঃ রাশেদুজ্জামান, ডাঃ মামুন শরীফ, ডাঃ এস.এম আব্দুল ওয়াহাব, ডাঃ সঞ্জয় সরকার, ডাঃ বুলবুল কবীর, ডাঃ খায়রুল বাশার, ডাঃ মারুফা হাসান, ডাঃ অভিজিৎ রায়, ডাঃ সুমন কুমার দাস, ডাঃ আক্তারুজ্জামান প্রমূখ।