কালিগঞ্জে জামায়াতের ৯ইউনিয়নের নবনির্বাচিত আমীরের শপথ
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়নভিত্তিক নবনির্বাচিত আমীর হিসেবে শপথ নিলেন মাষ্টার ইবরাহীম বাহারী (কৃষ্ণনগর), মাফিজুর রহমান (চাম্পাফুল), মাওঃ রওশন আলী (দক্ষিণ শ্রীপুর), শিক্ষক আকবার হোসেন (নলতা), আব্দুল ওয়াজেদ গাজী (তারালী), মাওলানা আবুল ফারাহ সিদ্দিকী (ভাড়াশিমলা), মনজুর মুর্শিদ (মথুরেশপুর), ক্বারী আফতাবুজ্জামান (রতনপুর) এবং শিক্ষক নূরুল হক (মৌতলা)।