দেবহাটা

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী

মাহমুদুল হাসান শাওন: ‘নতুন বাংলায় শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পুষ্পকাটি ফুটবল মাঠ থেকে সাইকেল র‌্যালীটি বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সদ্য সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি ও সাতক্ষীরা-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মো. মাহাবুবুল আলম, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান প্রমুখ।

মাদকমুক্ত দেবহাটা উপজেলা গড়ার লক্ষে জনসচেতনতা সৃষ্টিতে এ সাইকেল র‌্যালীর আয়োজন করেছিল পারুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন। বৃষ্টি¯œাত দিনের মাঝেও মাদক বিরোধী সাইকেল র‌্যালীতে অংশ নেয়া অতিথিবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল কাদের মহিউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *