তালায় চেয়ারম্যান প্রার্থী আছির উদ্দিনের গণসংযোগ
সেকেন্দার আবু জাফর বাবু, তালা: তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গনসংযোগ করেছেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী আছির উদ্দিন।
শুক্রবার ( ২০ ডিসেম্বর) সন্ধ্যায় তালার খলিলনগরইউনিয়নের মহান্দী ও হাজরাকাটি বাজারে তিনি গনসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন ইউনিয়ন বিএনপির হাজরাকাটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সরদার রহমত আলী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সেখ হারুন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওহাব মোড়ল, বিএনপি কর্মী রফিক সেখসহ স্থানী বিএনপিনেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে বিএনপির এ নেতা বলেন, মানুষ আমাকে খলিলনগর ইউনিয়ন পরিষদে বসার সুযোগ দিলে আমিও মানুষের সেবক হিসেবে আমার সর্বোচ্চ দিয়ে আমি খলিলনগর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। তিনি সকলের দোয়া কামনা করেন।