কালিগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মুনসুর আলী মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার নলতা ইউনিয়নের মাঘরী গ্রামে কবরস্থানের একটি গাব গাছ থেকে রশিতে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত মুনসুর আলী মাঘরী গ্রামের মরহুম বাহাদুর মোড়লের ছেলে।
নিহতের ভাতিজা রিপন হোসেন (২৮) জানান, তার চাচা মুনসুর আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি হঠাৎ নিখোঁজ হলে রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে অবস্থিত কবরস্থানে একটি গাব গাছের ডালে চাচা মুনসুর আলীর লাশ রশিতে (দড়ি) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।