কালিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক
এস এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কলিযোগা গ্রামে নারী নির্যাতন প্রতিরোধে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্যপ্রযুক্তি যোগাযোগের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে ৫০ জন নারীকে নিয়ে বিশেষ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় কালিগঞ্জ উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাবেয়া বশরীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারুন আর রশিদ মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, তথ্যসেবা সহকারী নাজমা খাতুন ও মাসুদ রানা প্রমুখ।