সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেটে একাডেমির পরিচালক মো. আলতাপ হোসেন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, কোচ ফজলুল করিম প্রমুখ।
উদ্বোধনী ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেটে একাডেমি বনাম কলোরোয়া ক্রিকেট একাডেমি। অপর খেলায় অংশ নেয় বেসিক ক্রিকেট একাডেমি বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমী। ক্রিকেট প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন ক্লাব, ক্রিকেট একাডেমির পরিচালক, কোচসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।