আশাশুনিস্বাস্থ্য

বিজয় দিবস উপলক্ষে আনুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস ২৪ উপলক্ষে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে দেশব্যাপী গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবার অংশ হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলা আনুলিয়া শাখা অফিসের আয়োজনে দিন ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আর এম মোঃ ফকরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম সানা, আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার মোঃ বাশির উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাজু আহমেদ, আনুলিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্প সেন্টার ইনচার্জ ডা: নিত্যানন্দ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষদ বিতরণ এবং ৫- ১৬ বছর বয়সী বিশোর বিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত। প্রায় দুই শতাধিক রোগী বিনামূল্যে এসব সেবা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *