তালালিডসাতক্ষীরা জেলাসারাবাংলা

তালায় জেলা তথ্য অফিসের সচেতনতামূলক নারী সমাবেশ 

স্টাফ রিপোর্টার: তালার খলিশখালীতে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক নারী সমাবেশ বাস্তবায়ন
জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়ারডাঙ্গা গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ।
নারী সমাবেশ ও মতবিনিময় সভা সম্পর্কে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী হতে এবং সচেতন হতে উদ্বুদ্ধ করছে।

মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে খলিশখালী এলাকার দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *