কালিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের এই গৌরবময় দিনে বাঙালি জাতি পেয়েছিল বিজয়ের নতুন সূর্য, যার আলোয় মিশে আছে আত্মত্যাগ, সংগ্রাম ও অমর বীরত্বের অক্ষয় গাঁথা।
এ দিনটি বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যাঁরা প্রাণের প্রদীপ জ্বালিয়ে স্বাধীনতার আকাশ আলোকিত করেছিলেন।
দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা,বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে নির্মিত বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত ইসলাম, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় কালিগঞ্জ সরকারি গোরস্থানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপস্থিতিতে শহীদ বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলীর মাজার জিয়ারত করা হয়।
এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব।
সকাল ৯ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন।
সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি হাফিজুর রহমান,উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব, সেক্রেটারি সরকারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক সহকারী কমান্ডার আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমূখ।
আলোচনা সভাশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা স্মারক ও উন্নত মানের খাদ্য পরিবেশন করা হয়েছে।
এছাড়া বিকেল সাড়ে ৪ টায় উপজেলা মাঠে উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধা ও সুধীদের সমন্বয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।