কালিগঞ্জ

কালিগঞ্জের পল্লীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এম গোলাম ফারুক, কালিগঞ্জ: কালিগঞ্জের পল্লীতে সুমাইয়া খাতুন (২১) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে সুমাইয়াকে নিজ বসতঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে কালিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম এর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সুমাইয়া স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

গৃহবধূ সুমাইয়া উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনহাজকাটি গ্রামের ভ্যানচালক আব্দুল করিম গাজীর স্ত্রী ও একই ইউনিয়নের নৈহাটি গ্রামের আক্তারুল গাজীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর আগে তাদের দুজনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের হোসাইন নামের ৫ বছরের একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকে তারা সুখে শান্তিতে সংসার করছিল। হঠাৎ একদিন আগে থেকে তাদের দুজনের মধ্যে কলহ চলছিল,যে কারণে ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *