জীবনযাপনশিক্ষাঙ্গনসদর

প্রাইড ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে প্রাইড ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রাইড ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাইড ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইব্রাহিম খলীল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাছুম বিল্লাহ। প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ, সহকারী শিক্ষক নাজমুল আলম, রৌফন আরা, মর্জিনা বেগম, রাবেয়া খাতুন, সুরাইয়া খাতুন, আওরঙজেব সাগর প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “আজকের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। প্রতিবছর বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমরা দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রাইড ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ফাউন্ডেশনের সদস্যরা এক আবেগঘন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

পুরো আয়োজন জুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার এক অনন্য পরিবেশ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *