শ্যামনগরে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র বাৎসরিক সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ ডিসেম্বর সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র সাবেক সভাপতি গ্রাম ডাঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন সভাপতি সাংবাদিক গ্রাম ডাঃ মোঃ আবু কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলার সভাপতি গ্রাম ডাঃ মোঃ আকবার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আতাউর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার বিশ্বাস,সাংবাদিক এম কামরুজ্জামান।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর।
এসময় আরো বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র বাৎসরিক ১২ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের চার শত গ্রাম ডাক্তার ও সাংগঠনিক সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সেবার মান উন্নয়ন করার লক্ষ কাজ করতে হবে। কেননা গ্রাম ডাক্তারদের সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে মিশে আছে। তিনি আরো বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে গ্রাম ডাক্তাররা তারা মান সম্মানের সাথে মানুষের সেবা করতে পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য।