কালিগঞ্জে বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কালিগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর (সোমবার) প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি -আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে নির্মিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮ টায় কালিগঞ্জ সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনুচের কবর জিয়ারত করা হবে।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করা হবে।
৯ টা ২০ মিনিটে বিজয় মেলা উদ্বোধন, ৯ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা। সুবিধামতো সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত /প্রার্থনা করা হবে।
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হবে।