কালিগঞ্জে এসিল্যান্ড ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় থানায় মামলায় আটক – ৩
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে সরকারি পেরি পেরিভুক্ত জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকারি কাজে বাধা এসিল্যান্ড ও তার কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা, মারপিটের ঘটনায় থানায় দায়ের করা মামলায় ৩ জন আসামিকে আটক করেছে পুলিশ।
কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে গত (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, মারপিটের ঘটনায় ১৪ জন নামীয় এবং ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। কালিগঞ্জ থানার মামলা নং -৬।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা থানা উপ- পরিদর্শক জাহিদ হোসেন শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটক কৃতরা হলো উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে গ্রাম্য হোমিওপ্যাথিক ডাক্তার সিদ্দিকুর রহমান (৪৫), শীতলপুর গ্রামের শেখ নুর আলীর ছেলে সাইদুর বস্ত্রালয়ের কর্মচারী বিল্লাল হোসেন (৩০) এবং একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে লেদ খোকন ( ৪৫)।
আটক কৃতদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
প্রসঙ্গতঃ উপজেলা পরিষদের সন্নিকটে নাজিমগঞ্জ বাজারে সাইদুর বস্ত্রালয়ের মালিক ৩ ভাই সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নির্দেশ অমান্য করে রাতারাতি অবৈধভাবে দোকান ভবনের ছাদ নির্মাণের কাজ সম্পন্ন করে। এর প্রেক্ষিতে গত ২১ নভেম্বর উপজেলা ভূমি অফিসের ১৬০৯, ১৬১১, ১৬১২ নং স্মারকে অবৈধ স্থাপনা ভেঙে নেওয়ার জন্য সাইদুর বস্ত্রালয়ের মালিক সাইদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম ,গ্রাম্য ডাক্তার সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন সহ ৬ জনকে লিখিত নোটিশ দেওয়া হয়। সেটাও অমান্য করায় গত ৩ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভবন অপসারণে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ স্থাপনা নির্মাণকারী মালিকরা ভাড়াটিয়া বাহিনী নিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার কর্মচারীদের উপরে অতর্কিত হামলা ও মারপিট করে তাড়িয়ে দেয়।
ঘটনার পরপরই ওই সমস্ত ভাড়াটিয়া লোকজন নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে দেড় কোটি টাকা লুটপাট এবং দোকানের ১০ টা তালা ভাঙার গল্প সাজিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমির বিরুদ্ধে বিক্ষোভ ও অপসারণ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। উক্ত ঘটনায় গত ৪ নভেম্বর বেলা ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট শাহা, থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, পুলিশ ফোর্স সহ নাজিমগঞ্জ বাজারের সাইদুর বস্ত্রালয়ের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ওই সময় জনসমক্ষে সাইদুর বস্ত্রালয়ের মালিক সাইদুল ইসলাম, সিরাজুল ইসলাম এবং মনিরুল ইসলাম ৩ ভাই প্রকাশ্যে জনসমক্ষে তাদের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপরও উপজেলা ভূমি অফিসের দায়ের করা মামলায় শনিবার রাতে ৩ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা প্রশাসনের দায়ের করা মামলায় ৩ জন আটক করা হয়েছে বাকি আসামিদের আটকের জন্য অভিযান চলছে।